কালুরঘাটে রেল কাম সড়ক সেতু নির্মাণের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঘোষিত চট্টগ্রামের রেল ভবন ঘেরাও কর্মসূচী সফল করার আহবান জানানো হয়েছে ।
আগামী ২০ অক্টোবর এ কর্মসূচী পালন করা হবে । ঘেরাও শেষে রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজারের কাছে স্বারকলিপি প্রদান করবে সিপিবি ।
১৮ অক্টোবর শুক্রবার বিকালে ঘেরাও কর্মসূচী সফল করতে বোয়ালখালী উপজেলা সদরের বুড়িপুকুর পাড়, উপজেলা হাসপাতাল চত্বর কালুরঘাট সহ একাধিক স্থানে পথসভা ও লিপলেট বিতরণ করেন পার্টির উপজেলা নেতৃবৃন্দ ।
পথসভায় বক্তব্য দেন পার্টির বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক কানাই দাশ, সাধারণ সম্পাদক জামাল আবদুল নাসের,সহ সভাপতি নজরুল ইসলাম আজাদ, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, যুবনেতা সেহাব উদ্দিন, আনুপম বড়ুয়া পারু, মো. শাহজাহান, শ্যামল চৌধুরী ।
একই দাবীতে গত ১৪ সেপ্টেম্বর বিকালে কালুরঘাট সেতুতে পদযাত্রা ও সমাবেশ করে সিপিবি । সমাবেশ থেকে ২০ অক্টোবর রেল ভবন ঘেরাও কর্মসূচী ঘোষনা করা হয় । চট্টগ্রাসীর প্রাণের দাবী কালুরঘাটে রেল কাম সড়ক সেতুর দাবীতে ৯৫ সাল থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করছে সিপিবি ।