অনলাইন ডেক্স : সমাজকল্যাণ ও সেচ্ছাসেবী সংগঠন ঠিকানা’র আগামী জুন-আগষ্ট সেশনের দুটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
প্রকল্পের মধ্যে রয়েছে স্কাউট ও রোভার দলদ্বয়ের মাধ্যমে মাদক বিরোধী এডভেঞ্জার নিয়ে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প পরিভ্রমণ এবং বোয়ালখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষ রোপণ কর্মসুচি।
২৯ মে বুধবার বিকেলে উপজেলার অস্থায়ী কার্যালয়ে এ প্রকল্প দু’টি উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম রাজু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রাজু দে, রণি বিশ্বাস, মু. ইমরান হোসাইন, তাহেরুল ইসলাম, জাহেদুল ইসলাম যুবরাজ, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, ছাদেকুর রহমান সবুজ,আবু ছালেহ সুজন, মো. সাগর আলী, মো. সালাউদ্দিন প্রমুখ। এতে সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সংগঠনের দরিদ্র ফাণ্ড হতে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।