রতন বড়ুয়া
ফারুক তাহেরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবু ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ মোসলেম উদ্দিন সিকদার ।
এই সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান এনডিসি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে যারা সম্মাননা প্রাপ্ত হয়েছেন তারা হলেন
নাট্যকলায় ম সাইফুল ইসলাম চৌধুরী, মুনির বেলাল,
কন্ঠ সংগীতে আবদুর রহিম, সুজিত রায়,
যন্ত্রসংগীতে জেকব ডায়েস,
নৃত্যকলায় শৈবাল সেন,
চলচ্চিত্রে আনোয়ার হোসেন পিন্টু,
ফটোগ্রাফীতে মঞ্জুরুল আলম মঞ্জু,
চারুকলায় কে এম এ কাইয়ুম ও
আবৃত্তিতে অঞ্চল চৌধুরী ।
সম্মানিত অতিথিরা সম্মাননা প্রাপ্তদের মাঝে উত্তরীয় সনদপত্র প্রদান করেন ।
সবশেষে শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দরে পরিবেশনায় এক গীতিআলেখ্য পরিবেশন করা হয় ।