চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে ধানের শীষের জোয়ার ঠেকানো যাবে না। ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক। তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠিয়েছেন বোয়ালখালীবাসীর রায় নেওয়ার জন্য। এ রায় হবে বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির রায়।
তিনি আজ ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় আবু সুফিয়ান বলেন, ১৩ই জানুয়ারি ধানের শীষের পক্ষের রায় হবে মৌলিক অধিকার প্রতিষ্ঠার।
সাধারন মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, গণসংযোগে যেখানেই যাচ্ছি ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে এই উপনির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো ইনশাআল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন ও আনোয়ার হোসেন লিপু।
পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বোয়ালখালীর পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বিএনপি নেতা নুরুন্নবী চৌধুরী,মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার শেপু, বিএনপি নেতা ডাঃ মহসিন খান তরুণ, আইয়ুব মেম্বার, ইউসুফ চৌধুরী, আব্দুল করিম, আক্কাস খান, মোহাম্মদ মনসুর, কামাল উদ্দিন, আরিফুল হক ছোটন, শাহ আলম, মোজাহের মেম্বার, ইদ্রিস চেয়ারম্যান, মোহাম্মদ কামাল, রুহুল আমিন সেমপু, ম, হামিদ, গোলাম হোসেন নান্নু, মহসিন খোকন, মেহেদি হাসান সুজন,মোঃ নাছের, জাহাঙ্গীর তালুকদার,মোঃ মোরশেদ, মোঃ মহসিন, জহিরুল ইসলাম রাসেল, মীর মোঃ ইলিয়াস, মোঃ বাহাদুর, মোঃ সরওয়ার, এম কপিল উদ্দীন, এনামুল হক সজিব, মোঃ রাসেল, মানিক চৌধুরী, মোঃ বাবলু প্রমূখ।