নিজস্ব প্রতিবেদক : ‘সুশিক্ষায় পারে সমাজের অজ্ঞানতার অন্ধকার দূর করতে। প্রকৃত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে জীবন সুন্দর করে তোলার নামই ব্রত।’
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত বি.এফ.এ কোচিং হোমের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথি বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘আশা করি বি.এফ.এ বিনামূল্যে শিক্ষা উপকরণ, বিনামূল্য পাঠদান, মাসিক বৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম সমুহ আলোকিত উন্নত সমাজ গঠনে বিশেষ ভুমিকা পালন করবে।’
মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন সাংবাদিক অধীর বড়ুয়া। মোঃ বখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ, মহিন উদ্দিন ও মোঃ সালাউদ্দিন ইমরান।