প্রতিনিধি:

দরবার-এ গাউছে হাওলা হজরত শিবলী মঞ্জিলে নানা আয়োজনের মধ্য দিয়ে হজরত শাহসূফি মাওলানা সৈয়দ আব্দুল কুদ্দুছ হাওলাপুরীর পুত্র সুফী সম্রাট হজরত মাওলানা সৈয়দ শিবলী আকবরী রাহমতুল্লাহি আলাইহির ২৯তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১১ডিসেম্বর দরবারে দিনব্যাপী খতমে কোরআন, খতমে গাউছিয়া, জিয়ারত, মিলাদ মাহফিল ও সেমা মাহফিল আয়োজন করা হয়। ওরশ শরীফে সদারত করেন পীর গদিনিশিন পীরজাদা সৈয়্যদ নঈমুল কুদ্দুছ আকবরী।

আউলিয়া কেরাম যেমন সম্প্রীতি বজায় রেখে জীবন অতিবাহিত করেছেন, তেমনি যদি প্রত্যেকের জীবনে ধারণ করা যায় তাহলে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা যাবে বলে মন্তব্য করেন পীরজাদা সৈয়্যদ নঈমুল কুদ্দুছ আকবরী।

এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুরিদান, জাকেরান, মুসলমানরা শরিক হন। শেষে দেশ  ও জাতির মঙল কামনায় দোয়া মুনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here