প্রতিনিধি »

শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষকের হাত ধরেই শিক্ষার রূপান্তর শুরু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ।

শিক্ষক শুভাশিস নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, , লিপি রানী শীল, দিল আফরোজ হীরা, মৌলানা মিজানুর রহমান, এনামুল হক, প্রকাশ কুমার ঘোষ, রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস, শাহীন আক্তার, দীঘি চৌধুরী, তাসনিয়া, ইসরাত জাহান ও স্নেহা চৌধুরী।

এসময় আলোচকরা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। একজন আদর্শ শিক্ষক সমাজ রাষ্ট্রের সম্পদ। দেশপ্রেমিক সুনাগরিক তৈরিতে আদর্শ শিক্ষকের বিকল্প নেই। শিক্ষকদের আর্থ সামাজিক মান মর্যাদা সমুন্নত রাখতে দায়িত্ব নিতে হবে সরকার ও রাষ্ট্রকে।এসময়ে আমরা অতিক্রম করলাম মুজিব জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী। এই অর্জনগুলোকে মহিমান্বিত করতে, রাষ্ট্রের উন্নয়ন সমৃদ্ধির চাকা সচল রেখে স্থিতিশীল রাষ্ট্র গঠনে শিক্ষা জাতীয়করণ করার দাবী জানান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান,আবৃত্তি ও বিদ্যালয় আঙ্গিনায় ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয় ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here