গত দুই দশকে বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৭০০ জন সাংবাদিক হত্যা করা হয়েছে। সে হিসেবে প্রতি বছর প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন। সম্প্রতি রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্যারিস-ভিত্তিক এ সংগঠনটির দাবি, ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যকার এ দুই দশকে ‘তথ্য জানানোর কাজে নিয়োজিত লোকদের জন্য’ প্রাণঘাতী ছিল। এ জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল ইরাক ও সিরিয়া। এ দুটি দেশেই নিহত হয়েছেন মোট ৫৭৮ জন সাংবাদিক।

এ তালিকায় মেক্সিকো রয়েছে পরের অবস্থানে। এই দেশে হত্যার শিকার হয়েছেন ১২৫ জন। ফিলিপাইনে ১০৭ জন, পাকিস্তানে ৯৩ জন, আফগানিস্তানে ৮১ জন এবং সোমালিয়ায় ৭৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।

অপরদিকে ২০১২ ও ২০১৩ সালে হত্যার ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ২০১২ সালে দেশটিতে ১৪৪ জন ও এর পরের বছর ১৪২ জন সাংবাদিককে হত্যা করা হয়। তবে এবছরও কম নয়। এ পর্যন্ত ৫৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর পরেই রয়েছে ২০২১ সালের অবস্থান। সেই বছর ৫১ জনকে হত্যা করা হয়।

আরএসএফের মতে, সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতির তদন্ত করতে গিয়েই বেশির ভাগ সাংবাদিক এ হত্যার শিকার হন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here