নিজস্ব প্রতিবেদক : সারোয়াতলী ৫নং ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য মো.এনামুল হক সজীব শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৯ অগাস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. একরামুল ছিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু, সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অধ্যক্ষ সাজেদুল্লাহ আজিজী, ইউপি সদস্য শহিদুল আলম, সুরেশ চৌধুরী, নিলুফার বেগম, আনোয়ারা বেগম ।

শপথ গ্রহণ শেষে মো. এনামুল হক সজীব বলেন, জনগণের দেওয়া অর্পিত দায়িত্ব পালনে সজাগ থাকবো। এছাড়া তিনি এলাকার উন্নয়নে সকলের সহায়তা কামনা করেন।

গত ২৫ জুলাই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী। এর মধ্যে এনামুল হক সজীব ৭০৭ ভোট পেয়ে বিজয়ী হন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here