নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য উপ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুলাই)।

বৃহস্পতিবার খিতাপচর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে বাক্স, ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জাম পৌঁছে গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুল ইসলাম।

উপ নির্বাচনে সাবেক ইউপি সদস্য মো. আবদুল মান্নান (টিউবওয়েল) এনামুল হক সজীব (তালা) ও প্রয়াত মুজিবর রহমান মেম্বারের সহধর্মিনী মোছাম্মৎ নাজমা আকতার (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫নং ওয়ার্ডে ভোটার রয়েছেন ২ হাজার ৫ শত ৩১ জন। তিনি বলেন, কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

উল্লেখ্য এই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো.মুজিবুর রহমান মারা গেলে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here