নিজস্ব প্রতিবেদক : উপজেলার সারোয়াতলী পি সি সেন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী শৈবাল দাশ। গত বুধবার বিকেলে নির্বাচিত অভিভাবক সদস্যদের ভোটে তিনি টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ এ নির্বাচন পরিচালনা করেন। গত ২৫ মে বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
শৈবাল দাশ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের প্রয়াত বট কৃষ্ণ দাশের ছেলে। তিনি সারোয়াতলী লোকনাথ সেবাশ্রমের সভাপতি ও সামাজিক উন্নয়ন কর্মকান্ডে জড়িত রয়েছেন। এর আগে ২০১৭ সালে তিনি বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
শৈবাল দাশ সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. সীমান্ত ওয়াদ্দার, অভিভাবক সদস্য মো. জসিম উদ্দিন, বাসু দেব চৌধুরীসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
এবি/পিএস/