নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ব্যারিষ্টার পূর্ণ চন্দ্র সেন (পিসি সেন) উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।

২৫ মে শনিবার উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে পুরুষ পদে ৯জন ও মহিলা পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে ৮৭৬ জন ভোটারের মধ্যে ৬শত জন অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ।

তিনি বলেন, ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে আবু ছিদ্দিক ৩১৫ ভোট, মো. জসিম উদ্দিন ২৪৪ ভোট, সাইফুদ্দিন চৌধুরী মিন্টু ২৩৫ ভোট ও বাসু দেব চৌধুরী ১৭৪ ভোট এবং মহিলা সদস্য পদে সাজেদা বেগম ২৮৭ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here