নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালী মেম্বার সমিতির সহ-সভাপতি ও সারোয়াতলী ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুজিবুর রহমান মুজিব (৪৩) নগরীর একটি হাসপাতালে শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান । এইদিন রাত ১১টায় মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে। জানাযা শেষে পারবিারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে সারোয়াতলী ইউপি চেয়ারম্যন বেলাল হোসেন, বোয়ালখালী মেম্বার সমিতির সভাপতি নিলুপার বেগম ও সাধারণ সম্পাদক মো. হাসান চৌধুরী গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।