নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কমাপাউন্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত দক্ষিণ চট্টগ্রামের প্রথম বৃটিশ বিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মারক ‘জাগ্রত বাংলা’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ২৩নভেম্বর ২০১৯ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি (অব:) এডভোকেট মনজুর মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা হারুন মিয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ভাস্কর ডি কে দাশ মামুন। ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. বেলাল হোসেন।
আয়োজিত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন সারোয়াতলী ইউপি সচিব মো.রহমত উল্লাহ।