আলোকিত ডেস্ক: গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী সারোয়াতলী শাখার উদ্যোগে গরীব দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও গিয়ারবী শরীফ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ মে (বুধবার) বিকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ সারোয়াতলী ইউনিয়ন শাখার সভাপতি আহম্মদ সোলিম সওদাগরের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সাধারণ সম্পাদক ইসমাঈল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সি। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক এস এম মমতাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সোলায়মান বাদশা, শাহ আলম সওদাগর, নুরুল আলম সিকদার, তৌহিদুল ইসলাম, মাষ্টার নাজিম উদ্দীন, মো. ফারুক, মো. আকবর, মৌলানা জিয়াউল হক প্রমূখ।
এ সময় বক্তরা করোনা ভাইরাসের কারণে ঘর বন্দী অসহায় দুঃস্থ মানুষের সাহায্য এগিয়ে আসার জন্য এলাকার বিত্তশালীদের প্রতি আহবান জানান।