নাজিম উদ্দিন মিয়াজি
তৃতীয় বারের মতো সিআইপি মনোনীত হওয়ায় সামশুল আজিম আনসারকে সংবর্ধনা দিয়েছে রাউজান প্রেস ক্লাব।
গতকাল সোমবার একটি রেস্তোরাঁয় এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠন সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন মিয়াজি, সহ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী প্রমুখ। সভা শেষে তাকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠন নেতৃবৃন্দ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here