সানি লিওনকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছেন এক পরিচালক! অবাক হচ্ছেন? এমনটাই ঘটেছে সানির সঙ্গে। পরিচালক দেব গিলের কোকোকলা ছবিতে অভিনয় করছেন সানি। তারই শ্যুটিং চলছিল উত্তরপ্রদেশে। সেখানেই একটি দৃশ্যের ডেমো দেখাতে গিয়ে তিনি সানির দিকে গুলি ছোঁড়েন আর সানিও তাকে খানিক ভয় পাওয়াতে কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে পড়ে যান।

দেবের ক্রিউ সদস্যরা সানি উঠছে না দেখে ভয় পেয়ে ছুটে গেলে সানি মজা করে হেসে ওঠেন। সেই ভিডিও সানি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রামেও। কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গিয়েছিলেন পরিচালকও।

তবে এই ভিডিও এর শেষে একটি বার্তা দেওয়া হয়েছে ছবির তরফে যে এই শ্যুট আউটের ভিডিও কিন্তু মোটেই ক্লাইম্যাক্স নয়, তার জন্য অপেক্ষা করতে হবে।

সানির এই ভিডিও দেখে আতঙ্কিত ভক্তরা। তারা সকলেই সানিকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। এসবের ফলে তার ক্ষতি হতে পারে এমন কথাও অনেকে বলেছেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here