আলোকিত ডেস্ক: জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রদত্ত এক শোক বাণীতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের বেঙ্গালুরুতে দেবী শেঠীর নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সাংসদ মঈন উদ্দিন খান বাদল।