নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ৮ আসনের সাংসদ ও বীর মুুক্তিযোদ্ধা মইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবদুর রহিম আলকাদেরী (ম.) ও মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের বেঙ্গালুরুতে দেবী শেঠীর নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সাংসদ মঈন উদ্দিন খান বাদল।