জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) কার্যকরী সভাপতি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শোক জানিয়েছেন জাসদ বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ভোরে ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাংসদ বাদল ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। তাঁর মৃত্যুতে জাসদ বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ গভীর শোকাহত।
জাসদ উপজেলা সভাপতি মনির উদ্দিন খান, সহ-সভাপতি নিরঞ্জন চক্রবর্তী, ইয়াকুব মিয়া, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদার, জাসদ নেতা দীলিপ দেওয়ানজী, গোলাম মোস্তফা, কমল সরকার, রুমা নাথ, সমীরণ চক্রবর্তী, আবু তৈয়ব, মিলন কান্তি বিশ্বাস রামপদ, শওকত হোসেন, সেকান্দর হোসেন, ইকবাল হোসেন, মিহির কান্তি বিশ্বাস মো. মোজাম্মেল, আবদুল মান্নান এক শোকবার্তায় প্রয়াত সাংসদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।