আলোকিত ডেস্ক : সাংসদ মঈন উদ্দীন খান বাদলের বক্তৃতা নিয়ে প্রকাশিত ‘সত্যের স্পর্ধিত উচ্চারণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামীকাল রবিবার সকাল ১১টায় ঢাকার শেরে বাংলা নগরের সংসদ সদস্য ক্লাবে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গ্রন্থের প্রকাশক সেলিনা খান বাদল। প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রাক্তন ডেপুটি স্পিকার আলী আশরাফ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর, কমোডোর এ ডব্লিউ চৌধুরী, ইঞ্জিনিয়ার সিদ্দিক আহমদ ও বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।
মিডিয়া ব্যক্তিত্ব প্রণব সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সুদর্শন চক্রবর্তী। এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।