আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ।

গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সাংসদের নগরীর বাসভবনে নেতৃবৃন্দরা এ সাক্ষাতে মিলিত হন।

এ সময় আসন্ন শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস ও সাধারণ সম্পাদক অধীর দে।

নেতৃবৃন্দরা বলেন, দুর্গা পূজা উপলক্ষে ৩ দিনের সরকারী ছুটি ঘোষণা, মেধস আশ্রমে যাতায়াতের সড়ক সংষ্কার, মেধস আশ্রমকে জাতীয় তীর্থ স্থান ঘোষণা করার দাবী দীর্ঘদিনের। এছাড়া বোয়ালখালী উপজেলা বিভিন্ন মঠ মন্দিরের বেদখল ভূমি উদ্ধারে সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ।

সাক্ষাতে সাংসদ মোছলেম উদ্দিন আহমদ সার্বিক বিষয়ে নেতৃবৃন্দকে সহযোগিতার আশ্বাস দেন।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সমীর চক্রবর্তী, রুবেল শীল, সুকুমার নাথ, মিহির কান্তি বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ দাশগুপ্ত, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আচার্য্য, প্রচার সম্পাদক মিথুন চৌধুরী রনি, মহিলা সম্পাদক রুমা নাথ, পৌরসভার সভাপতি শ্রীবাস বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রবাল শীল, যুগ্ন সাধারণ সম্পাদক উজ্বল শীল, সাংগঠনিক সম্পাদক চম্পক চক্রবর্তী, সদস্য বিপ্লব কুমার দে, চরণদ্বীপ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন দাস, শাকপুরার সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, আহলা কড়লডেঙ্গার সভাপতি দুলাল বিশ্বাস,সাধারণ সম্পাদক কাজল চক্রবর্তী, কধুরখীলের সভাপতি মৃনাল কান্তি বিশ্বাস টিটু, আমুচিয়ার সাধারণ সম্পাদক লিটন দাশ, সারোয়াতলীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্ত্তী, শ্রীপুর–খরণদ্বীপের সভাপতি সুমন সুত্রধর প্রমুখ । খবর বিজ্ঞপ্তির

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here