বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোহাম্মদ মুজাহিদ ইসলাম এর ছোট ভাই অধ্যাপক মোহাম্মদ মুসলিম উদ্দিন(৫৫) আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৫টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)।
সোমবার বাদে আসর সারোয়াতলী পি সি সেন স্কুল মাঠে মরহুমের নামজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ধোরলা কালাইয়ার হাট সিকদার বাড়ীর মৃত ফজল আহমদ মেম্বারের ছেলে। তিনি পতেঙ্গা ইসলামিয়া ফাযিল(ডিগ্রী)মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুতে বোয়ালখালী প্রেস ক্লাব ও গোমদণ্ডী একাদশ ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।