আলোকিত ডেক্স : আবারও যৌন অসদাচরণের অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ই ডেন ক্যারোল (৭৫) নামে এক মার্কিন সাংবাদিক জানান, নিউইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেন। এ নিয়ে মোট ১৬ জন নারী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের ওপর যৌন হয়রানির অভিযোগ তুললেন। তবে ট্রাম্প পুরো বিষয়টি গালগল্প বলে উড়িয়ে দিয়েছেন।

শুক্রবার (২১ জুন) সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এ খবর জানায়।

ই ডেন ক্যারোল যুক্তরাষ্ট্রের মিডিয়ায় পরিচিত মুখ। তিনি টিভি উপস্থাপনা ও বই লিখে আলোচনায় আসেন। ২৩ বছর আগে ঘটা ঘটনার বর্ণনা দিতে গিয়ে ক্যারোল জানান, বার্কড্রপ গুডম্যানে স্টোরে তাদের দেখা হয়। পরিচয় বিনিময়ের পর এক পর্যায়ে ট্রাম্প ক্যারোলকে জানান তার মডেলিং-এর কথা ভাবা উচিত। পরবর্তীতে ড্রেসিং রুমে জোরপূর্বক ট্রাম্প তাকে ধর্ষণ করেন।

তবে ট্রাম্প জানান, ক্যারোলের সঙ্গে কখনো তার সাক্ষাৎ হয়নি। বইয়ের কাটতি বাড়াতে ক্যারোল এসব ‘গল্প’ লিখেছেন। এসবই মিথ্যে দাবি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here