প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার আশংকা করছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের আওয়ামীলীগ (নৌকার) মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মোকারম।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার বি আর ডি বি হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরেন আ.লীগের এ প্রার্থী।

No description available.মোকারম অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী জমির উদ্দীন ও তার ‘বহিরাগত’ লোকজন এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। ভোট কেন্দ্র দখল ও ভোটারদের ভোট দিতে না যাওয়ার জন্যও হুমকি প্রদান করছে। এতে ইউনিয়নের ১-৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের ভোটাররা আতঙ্কিত।

তিনি বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র মূলক একটি হত্যা মামলায় তাকেসহ এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়। এতে সফল না হওয়ায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘ধর্মীয় অনুভূতিকে’ ব্যবহার করে অপপ্রচার করছেন।

সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও পদক্ষেপ দাবি করে মোকারম বলেন, জনগণ যাকেই নির্বাচিত করবেন তা মেনে নেওয়া হবে। প্রশাসনের কাছে অনুরোধ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।

মোকারম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং শ্রীপুর-খরণদ্বীপ ইউপির বর্তমান চেয়ারম্যান। তিনি এ ইউনিয়নে ৩বার চেয়ারম্যান নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী মো. জমির উদ্দীন (আনারস প্রতীক) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

তিনি আরো বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতি করে আজ এ পর্যন্ত এসেছি। বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, তখন এ ইউনিয়নের অবস্থা ছিল খুবই নাজুক। আওয়ামীলীগের নেতা কর্মীদের নানাভাবে হয়রানি করা হতো। এ দুরাবস্থা থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী আমাকে ১৯৯৮ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here