. মনজুরউলআমিন চৌধুরী

২০ নভেম্বর সর্বজনীন শিশু দিবস। জাতিসংঘের ১৯৫৯সালের ২০নভেম্বর Ôশিশু অধিকার ঘোষণা ও ১৯৮৯সালের ২০নভেম্বর Ôশিশু কনভেনশন’ প্রণয়নের দিন। অতএব দিবসটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যবহ। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৫৪ সালে সর্বপ্রথম শিশুদের  জন্য এ দিনটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পৃথিবীর দেশে দেশে ২০নভেম্বর সর্বজনীন শিশুদিবস’ পালিত হয়। সর্বজনীন শিশুদিবস এবারের প্রতিপাদ্য – ÔTo help Children recover learning loss due to  covid-19’. শিশুদেরকে কোভিড-১৯ এর কারণে শেখার ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করা।

কোভিড-১৯ দ্বিতীয় টেউ খানিকটা স্তিমিত স্বস্তিদায়ক অবস্থায় বাংলাদেশে গত ০৪-১০ অক্টোবর পালিত হল ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১’। এবারের প্রতিপাদ্য ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’। শিশু অধিকার সপ্তাহের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ০৫ অক্টোবর কন্যা শিশু দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়ি’।

সরকারি বেসরকারি কিংবা আন্তর্জাতিকভাবে শিশু কেন্দ্রিক পালিত-উদযাপিত দিবস সমূহ: ১৫ ফেব্রæয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস, ২০মার্চ বিশ্ব শিশু নাট্য দিবস, ০২এপ্রিল আন্তর্জাতিক শিশু গ্রন্থ দিবস, ০৪জুন আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুদের স্মরণে আন্তর্জাতিক দিবস, ১২জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, ৩০সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস (* এটা পরিবর্তিত হয়), ০৭ অক্টোবর বিশ্ব শিশু দিবস (অক্টোবরের প্রথম সোমবার), ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস, ১৯ নভেম্বর বিশ্ব শিশু নির্যাতন দিবস, ২০নভেম্বর সর্বজনীন শিশু দিবস, ১২ডিসেম্বর সম্প্রচারে আন্তর্জাতিক শিশু দিবস ইত্যাদি। এত কিছুর পরও শিশুরা ভালো আছে, নিরাপদে আছে, শিশুবান্ধব সমাজ আমরা গড়তে পেরেছি এটা বোধহয় জোর দিয়ে বলা মুশকিল।

১৯৯০সালে বাংলাদেশ জাতিসংঘ-শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী প্রথম ২২টি দেশের মধ্যে অন্যতম। এ পর্যন্ত পাঁচবার শিশু অধিকার বাস্তবায়নে অগ্রগতি প্রতিবেদন জমা দেয়। আইএলও কনভেনশন ১৩৮সহ কয়েকটি ধারা স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে ইতিবাচক চিন্তাভাবনা চলছে।

ইতোমধ্যে শিশুদের সুরক্ষা ও কল্যাণে গৃহীত পদক্ষেপ সমূহ: (১) শিশু আইন-২০১৩ (প্রথম ১৯৭৪সালে) (২) শিশুনীতি-২০১১ (৩) শিশুশ্রম নিরসন নীতি-২০১০ (৪) গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি -২০১৫ (৫) নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (৬) শ্রম আইন-২০০৬ (সংশোধিত ২০১৮) (৭) বাল্যবিবাহ আইন-২০১৭ (৮) পাচার প্রতিরোধসহ নানা বিষয়ে শিশুদের সুরক্ষামূলক আইন ও নীতিমালা রয়েছে। তাছাড়া স্বতন্ত্র শিশু আদালত ও শিশু বাজেট কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া ও সচল রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস অনুযায়ী ১জানুয়ারী ২০২১ দেশের জনসংখ্যা ১৬কোটি ৯১লক্ষ যার ৮.৩শতাংশ ষাটোর্ধ্ব – সিনিয়র সিটিজেন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে ১৮বছরের নিচে যে কেউই শিশু। বাংলাদেশের মোট জনসংখ্যার ৪০শতাংশের বেশী হচ্ছে শিশু তন্মধ্যে ১৫ শতাংশের বেশী হচ্ছে দরিদ্র শিশু। রোহিঙ্গা শিশু ও উর্দু ভাষীদের শিশুদের বিষয়টা ও বিবেচনায় রাখতে হবে।

কোভিড-১৯ এর কারণে ১৮৮টি দেশের স্কুলগুলো বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে ১৫০ কোটি শিশু-কিশোরের উপর। ২০২০সালের ১৭মার্চ থেকে ১২সেপ্টেম্বর ২০২১ স্কুল খুলে দেওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় স্কুল বন্ধ থাকায় বাংলাদেশে  ৩কোটি ৭০লক্ষ শিশুর লেখাপড়া ব্যাহত হয়েছে। এই সময়ে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়াসহ সমগ্র এশিয়ার প্রায় ৮০ কোটি শিশুর লেখাপড়া ক্ষতিগ্রস্থ হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের জরিপ বলছে করোনা ভাইরাস সংক্রমণের কারণে ৯১শতাংশ শিশু ও তরুণ মানসিক চাপ ও শঙ্কার মধ্যে রয়েছে। আমাদের শিশুরাও এ পরিস্থিতির বাইরে নয়। Ô Impact of Covid-19 pandemic on the mental health of children in Bangladesh : A cross sectional study (Children and youth services, October 2020)  সূত্রে জানা যায়, শিশুরা বিষন্নতা, উদ্বেগ এবং ঘুমের সমস্যায় ভুগছে। মাঝারি এবং গুরুতর সমস্যার হার যথাক্রমে ১৯.৩শতাংশ ও ৭.২শতাংশ। শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার’র বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত।

পৃথিবীর যে দুটি দেশ করোনাকালীন দীর্ঘ ১৮মাস সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাকে সহজ ও নিরাপদ সমাধান ভেবেছে বাংলাদেশ তার একটি। এভাবে ক্রমাগত দীর্ঘ সময় স্কুল বন্ধ রাখার পরিণতিতে Education loss শিক্ষার ক্ষতি, বিশেষজ্ঞদের মতে মারাত্মক ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়। চরম ঝুঁকিতে ফেলে দেয়া হয়েছে একটি প্রজন্মকে। এতে শিশুর পড়ালেখার ক্ষতি, মানসিক দুর্দশা, স্কুলের খাবার ও টিকা না পাওয়া, কাঠামোগত শিক্ষা থেকে ঝড়ে পড়ার ঝুঁকি বৃদ্ধি এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ জ্যামিতিক হারে বেড়ে গেছে। গবেষণায় দেখা গেছে দারিদ্র ১শতাংশ বৃদ্ধিতে শিশুশ্রম .৭০শতাংশ বাড়বে। নতুন ও পুরাতন মিলিয়ে ৪৩শতাংশ মানুষ দরিদ্রসীমার নীচে বাস করে, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ৬৪শতাংশ শিশু পরিবারে কঠিন খাদ্য সংকটের কথা বলছে।

ইউনিসেফের এক গবেষণা বলছে ২০২০সালের মহামারির পর থেকে এ পর্যন্ত দেশে কিশোরীদের বিয়ের হার বেড়েছে ১৩শতাংশ। ইউনিসেফের তথ্যে জানা যায় করোনা ভাইরাসের মহামারিকালে বিশ্বে প্রায় ১১ কোটি ৬০লাখ শিশুর জন্ম হবে এর মধ্যে প্রায় ২৪লাখ শিশু জন্ম নিবে বাংলাদেশে। ২০২০সালে করোনাকালে শিশু মৃত্যু বেড়েছে ১৩শতাংশ এ হার দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মধ্যে তৃতীয়। নবজাতকের মৃত্যু বাড়ার হার প্রায় ১০শতাংশ এবং মাতৃমৃত্যু ৯শতাংশ। বাংলাদেশ মহিলা পরিষদ সূত্রে জানা যায় ২০২১সালের অক্টোবর মাসেই ১৩৮০জন কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে এবং ১২৪২টি বাল্যবিবাহ হয়েছে।

কোভিডের প্রভাবে দারিদ্র, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, বিবাহ বিচ্ছেদ, মহিলাদের মধ্যে আত্মহত্যার ঝোঁক বেশী, রিভার্স মাইগ্রেশন (শহর ছেড়ে গ্রামে যাওয়া) যেমন বেড়েছে তেমনি বৈষম্যও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যে জানা যায় গত ছয়মাসে ৬হাজার লোক কোটিপতি হয়েছে।

ব্র্যাক ইনস্টিটিউট অব গর্ভন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) যৌথ জরিপ সূত্রে জানা যায়, দেশে করোনাকালে ৩কোটি ২৪লক্ষ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, ২০২১এর মার্চ মাসে নতুন দরিদ্রের সংখ্যা ছিল  ২কোটি ৪৫লাখ অর্থাৎ গত ছয়মাসে নতুন করে ৭৯লাখ মানুষ দরিদ্র হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এ বছর এপ্রিল মাস থেকে চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দেওয়া সরকারের বিশেষ বিধি নিষেধ আরোপের পর দরিদ্রের এ সংখ্যা বেড়েছে। আইএমএফ’র প্রাক্কলন অনুযায়ী বর্তমান অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৬শতাংশ সর্বোচ্চ।

Demographic dividend – জনমিতিক সুফল ১৯৭৮-২০৩৩ সাল অর্থাৎ ৫৫ বছর আমরা ভোগ করছি। বাস্তবতা হচ্ছে বয়স্ক মানুষের দেশে পরিণত হতে সময় লাগবে মাত্র ১৮বছর অর্থাৎ – ২০৫০-২০৫১ সালের দিকে । জনমিতিক সুবিধার পরিসর কালেই শিশুদের জন্য বিনিয়োগ বাড়াতে হবে, শিশুদের জন্য বিনিয়োগ হচ্ছে বয়স্কদের সুরক্ষা, কারণ পরিণত বয়সে শিশুরাই তো দেখাশোনা করবে বয়স্কদের। শিশুদের শিক্ষা ও প্রারম্ভিক বিকাশে যতœবান হওয়া জরুরী। শিক্ষাকে আনন্দদায়ক প্রযুক্তিমুখী করা দরকার, সে সাথে শিক্ষকদের সুযোগ-সুবিধা ও দক্ষতা বাড়ানোর উপর জোর দিতে হবে।

গবেষণায় দেখা যায়, ১৫বছরের কম বয়সী মেয়েদের বিয়ের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম স্থানে রয়েছে। বাংলাদেশে ১৮শতাংশ মেয়ের ১৫বছরের মধ্যে বিয়ে হয়, আর ৫২ শতাংশ মেয়ের ১৮বছরের মধ্যে বিয়ে হয়। উপেক্ষিত বয়ঃসন্ধিকালে (১০-১৪বছর)। শিশশ্রমে যুক্ত ৩৪.৫০লক্ষ শিশু, ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত ১৩লক্ষ শিশু। Out of School ৩০লক্ষ শিশু। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ২০১৯সালের মার্চের ‘শিশু জরিপের তথ্য’ অনুযায়ী চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা বঞ্চিত রয়েছে ৬০হাজার শিশু এ সংখ্যা বর্তমানে বাড়বে সেটা সন্দেহাতীত ভাবে বলা যায়। রেশম, ট্যানারি, গ্যাস, শীপ রিসাইক্লিং, সিরামিক , চামড়াজাত দ্রব্য ও পাদুকা এই ছয়টি খাতকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। ইতোপূর্বে রপ্তানীমুখী তৈরী পোষাক শিল্প ও চিংড়ি খাতকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছিল।  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রানুযায়ী ২০২১ সালের মধ্যে রাষ্ট্রসমূহ ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত করার অঙ্গীকার থাকলেও ২০২৫সালের মধ্যে দেশকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে ২৮৪ কোটি টাকা ব্যয়ে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের চতুর্থ পর্যায়ে ১লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনার লক্ষ্যে ১১২টি এনজিও’র সঙ্গে সম্প্রতি চুক্তি সই করেছে শ্রম মন্ত্রণালয় এবং ২০৩০সালের আগেই শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গঠনের কর্মপরিকল্পনা রয়েছে সরকারের যদিও সংশ্লিষ্ট অংশীজনদের মতে বাস্তবতা ভিন্ন এবং সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। অথচ SDG Goals – 8 হচ্ছে Ô Decent Work and Economic Growth Õ শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদ্যমান পরিস্থিতিতে বড় প্রশ্ন হচ্ছে আমরা কি সে লক্ষ্য অর্জনে সক্ষম হব?

শিশুশ্রম তো শিশুর জন্মের মতোই একটি চলমান প্রক্রিয়া-এটা সমাজ কাঠামোগত সমস্যা। বাংলাদেশের বিদ্যমান শোষণ ভিত্তিক সমাজ কাঠামোর আমূল পরিবর্তন না করে শিশু, নারী, প্রান্তিক জনগণ এক অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। বিদ্যমান সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোকে মাঝে মধ্যে আমরা সংস্কার-ঝালাই (Tinkering) করে সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করতে উদ্যোগী হই যা প্রকৃত অর্থে মানুষের মুক্তির জন্য যথাযথ নয়।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘১৮মাস বন্ধ রাখার পর বাংলাদেশে এখন যখন স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, তখন সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি বিশেষ মনোযোগ রেখে শিক্ষার ক্ষতি (Education loss) পুষিয়ে নিতে শিশুদের সাহায্য করার জন্য দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণে আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি রাখা উচিত নয়। শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ও ডিজিটাল বৈষম্য কমিয়ে আনতে বিনিয়োগ করার এখনই সময়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) হিসাব অনুযায়ী সংকট কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে এশিয়া অঞ্চলে ১.২৩ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হবে, যা এই অঞ্চলের ২০২০সালের মোট জিডিপি’র ৫.৪শতাংশের সমান।

১২সেপ্টেম্বর ২০২১ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর শিক্ষা সংশ্লিষ্ট অভিজ্ঞজনদের পর্যবেক্ষণ হচ্ছে শিশুদের মনোযোগ নষ্ট হয়ে গেছে, স্কুলে যাওয়া কিংবা পাঠক্রমের প্রতি আগ্রহ নেই, পড়ালেখার  কথা বললেই মা-বাবা এমন কি শিক্ষকদের সাথে শোভন আচরণ করছে না – অসহনশীল, খিটমিটে এবং রাগান্বিত। স্কুলের নিয়ম কানুন সব ভুলে গেছে, ক্লাসে ঘুমাচ্ছে, ইচ্ছেমতো ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে, স্কুল ড্রেস ব্যবহারের নিয়ম মানছে না, এমন কি শিক্ষকের সাথে কথা বলার সময় যে দাঁড়িয়ে কথা বলতে হয় সে আদবটা পর্যন্ত ভুলতে বসেছে।

করোনাকালে অনলাইন ক্লাসে অংশ নেয়ার জন্য সামর্থ্যবানরা শিশুদের বেশি সক্ষমতা বা স্পেসিফিকেশনের দামি স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ও  কম্পিউটার কিনে দিয়েছে। এ সুযোগে সন্তান অনলাইন গেমসহ যৌন উত্তেজনা উদ্দীপক যাবতীয় বিষয়ে আসক্ত হয়ে গেছে এখন পড়ালেখার কথা বললেই তেড়ে উঠছে, সাইবার বুলিং এর শিকার হচ্ছে অনেক শিশু। অভিভাবকদের উচিত ছোটদের জন্য নিরাপদ অনলাইনের ব্যবস্থা করা এবং তারা কি দেখছে সেটা নজরদারি করা। সে ক্ষেত্রে Restricted Board বলে একটা অপশন থাকে YouTube সহ প্রতিটি Platform এ। এটা চালু থাকলে ১২বছরের কম বয়সীদের জন্য উপযোগী নয় এমন Content দেখায় না। শিক্ষক, অভিভাবকদের অনেক বেশি সংবেদনশীল হয়ে শিশুদের পাঠোদ্যমী করে গড়ে তুলতে হবে। শিক্ষা দর্শনই তো বলে Ô Learn, Unlearn and Re-learn’ ‘শেখো, ভুলে যাও, আবার শেখো’। মনোবিদরা বলছেন সহিংসতাপূর্ণ গেম খেলে এদের কেউ কেউ সহিংসতা বা জঙ্গিবাদে ঝুঁকে পড়ার আংশকাও রয়েছে। মনোবিদ ক্রেইগ এ অ্যান্ডারসন’র অভিমত, ‘ এধরণের গেম বিরোধ পরিস্থিতির সহিংস সমাধান শেখায়। বাস্তব জীবনে এমন পরিস্থিতি তৈরী হলে সহিংস হয়ে ওঠার আশংকা তৈরী হয়’। তাছাড়া মাত্রাতিরিক্ত গেম আসক্তির কারণে শিশুর মানসিক জটিলতা ও শারীরিক সমস্যা হতে পারে। এ সর্বনাশা আসক্তি থেকে বাচ্চাদের ফেরাতে হবে – গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় পাবজি গেইম খেলার প্রলোভন দেখিয়ে ৬শিশুকে বলাৎকার করে বর্তমানে শ্রীঘরে আছে যশোরের অভয় নগরের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম আকুঞ্জী ( দৈনিক সমকাল, ২৭ অক্টোবর ২০২১)।

পিপিআরসি – বিআইজিডি’র গবেষণায় জানা যায় গ্রামে ৪৪শতাংশ পরিবারে এবং শহরের বস্তিতে ৩৬শতাংশ পরিবারে অনলাইন শিক্ষা গ্রহণের জন্য যে – Device উপকরণ দরকার তার ব্যবস্থা নেই যা ডিজিটাল ডিভাইড (Digital Divide) নামে পরিচিত। এই বৈষম্য-অসমতা আমাদের শোষণমূলক সমাজ কাঠামোর কারণেই সৃষ্ট।

কোভিড দ্বিতীয় টেউ পরবর্তী বাস্তবতায় শিশু নির্যাতন, শিশুশ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে যেমন নজর দেয়া জরুরী, তেমনি জরুরী সাংবিধানিক অঙ্গীকার অনুযায়ী সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে শিশুর সৃজনশীলতা, বিকাশ এবং আনন্দময় পরিবেশে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী শিক্ষায় গড়ে তোলা।

`Reimagining the future of Children’s ’ –  শিশুদের ভবিষ্যত নিয়ে নতুন করে ভাবুন – শ্লোগানটি দিন দিন বুলন্দ হচ্ছে।  আমি আপনি যেভাবে বেড়ে উঠেছি সে পৃথিবী বদলে গেছে এবং পরিবর্তনের গতি অত্যন্ত তীব্র। কাজেই পরিবর্তিত বাস্তবতার নিরিখে শিশুদের সেবা ও চাহিদা পূরণের উপযোগী পরিবেশ গড়ে তোলা সময়ের দাবী।

সুকান্তের ভাষায় –

‘প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল

এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’।

এ অঙ্গীকার একজন সুকান্ত ভট্টাচার্যের নয়, এ অঙ্গীকার সমগ্র মানব জাতির।

আসুন ‘সর্বজনীন শিশুদিবস ২০২১’ এ শিশুবান্ধব বাংলাদেশ বিনির্মাণে আমরা অঙ্গীকারাবদ্ধ হই।

লেখক : সমাজবিজ্ঞানী ও সিনেট সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান ঘাসফুল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here