![তামাকের আগ্রাসন বিরোধী ব্যানার স্থাপন](https://alowkitaboalkhali.com/wp-content/uploads/2021/10/001.jpg)
অগ্রদূত দাশগুপ্ত
গত ২০ অক্টোবর ২০২১ইং তারিখে, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় ডব্লিউবিবি ট্রাস্ট এর সহায়তায় সংশপ্তক ৩টিদোকানে দোকানে তামাক বিরোধী জোটের ব্যানার স্থাপন করা হয়।
এখানে উল্লেখ্য যে, সংশপ্তক টিম চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় ১০টি তামাক বিক্রিকারী দোকান চিহ্নিতকরন পূর্বক তিনটি দোকানের মালিকের সম্মতিপূর্বক উক্ত দোকান থেকে তামাকের বিজ্ঞাপন অপসারন পূর্বক তিনজন দোকান মালিকের সম্মতিপূর্বক তিনটি দোকানে তামাক বিরোধী জোটের ব্যানার স্থাপন করা হয়।
উক্ত কার্যক্রমে সার্বিক সহায়তা করেন সংশপ্তক ভলান্টিয়ার টিম এবং সংশপ্তক এর ডেপুটি ডিরেক্টর অগ্রদুত দাশগুপ্ত।
উক্ত কার্যক্রমের অংশ হিসেবে তামাকজাত দ্রব্য বিক্রয়কারী দোকানে গিয়ে তামাকের কুফল সম্পর্কে অবহিত করানো হয়, তাদের কে তামাকের কুফল সম্পর্কে জানানো হয় এবং তামাকজাত দ্রব্য বর্জনে সকলের সহযোগিতা কামনা করা হয়।
তামাকের আগ্রাসন বিরোধী ব্যানার স্থাপন