নিজস্ব প্রতিবেদক: সরকারি দপ্তরে যেন মানুষ সেবা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বোয়ালখালীকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চাই।
তিনি বলেন, এ সরকারের আমলে পাশ্ববর্তি উপজেলা গুলোতে যে উন্নয়ন হয়েছে, সে উন্নয়ন আমরা দেখাতে পারিনি। এখন আমাদের অঙ্গীকার হতে হবে উপজেলা পরিষদের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে উন্নয়নে কাজ করার।
২৬ মে রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে এ মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
উপজেলা প্রজীপ কর্মকর্তা মাহমুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, হারুন মিয়া, দক্ষিণজেলা আ’লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন মো. এমরান, থানা অফিসার ইনচার্জ মো.সাইরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম জহিরুল আলম জাহাঙ্গীর, পৌর আ’লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক ডা. সীমান্ত ওয়াদ্দার, দক্ষিণ জেলা আ’লীগ নেতা রেজাউল করিম বাবুল, দৈনিক পূর্বকোণ এর স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দীন, বোয়ালখালী প্রেসক্লাবের সহ-সভাপতি রাজু দে, সাংবাদিক দেবাশীষ বড়–য়া রাজু, ছাদেকুর রহমান সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, জাসদ সভাপতি মনির উদ্দীন আহমদ খান, বিএনপি নেতা কামাল উদ্দীন আহমদ খান মুকুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম জিন্নাত সুলতানা, সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী, পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার রফিকুল আজাদ, উপজেলা সহকারি প্রকৌশলী ফারুক হোসেন, চেয়ারম্যান কাজল দে,মুক্তিযোদ্ধ, অধ্যক্ষ শোয়াইব রেজা।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুর মোহাম্মদ(ম.)।