প্রতিনিধি:

বোয়ালখালীতে সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৩০অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

No description available.এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। এসময় তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোন ধর্মের অনুসারী হতে পারেনা। যারা এ দেশকে জঙ্গী রাস্ট্র বানাতে চায় তারা কখনো এ দেশের উন্নয়ন সহ্য করবে না। এ দেশ সাম্প্্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের রক্তে অর্জিত এ স্বাধীনতা। এ দেশ কারো একার নয়। সকল অপশক্তিকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

May be an image of 6 people and people standingএতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারি,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার নেতৃবৃন্দরা অংশ নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা পরিষদ য়োরম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা আক্তার, পৌরসভা মেয়র মো.জহুরুল ইসলাম জহুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বোয়ালখালী সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিল্লুর রহমান ও অধ্যক্ষ সমীর কান্তি দাশ প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here