সমুদ্র উত্তাল হওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলেছে আবহাওয়া অধিদফতর। দুর্যোগ বিষয়ক এক বিশেষ সতর্ক বার্তায় এই সংকেত জারি করা হয়।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সক্রিয় মৌসুমী বায়ু ও ভারী বৃষ্টির কারণেই দেশের তিনটি সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকাগুলোকে তীরের কাছাকাছি নিরাপদ জায়গায় ফিরে আসতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে আজ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে শহরের অনেক এলাকায়। একই সঙ্গে ঢাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে শীতল হাওয়া।

আবহওয়া অফিস জানাচ্ছে, রাজধানীতে বাতাসের গতি ও দিক–দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বা অস্থায়ীভাবে ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা মেঘাচ্ছন্ন থাকবে।

অন্যদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here