বৌদ্ধ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে  চট্টগ্রাম -৮ আসনের উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীক’র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান। এলাকার উন্নয়নে কাজ করে যাবো।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় তাঁর নগরীর বাসভবনে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের মহা জোয়ার থেকে আমাদের এলাকা তুলনামূলক ভাবে পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে আমার শেষ বয়সের প্রচেষ্টা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে আপনারা এগিয়ে আসুন। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণের কাজ অচিরেই দৃশ্যমান করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বৌদ্ধ পরিষদের সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ কাজল কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অধীর বড়ুয়া, কার্যকরী সভাপতি ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি মৃদুল বড়ুয়া, বৌদ্ধ নেতা অদীপ বড়ুয়া, পরিষদের সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, সহ-সভাপতি জিষু চৌধুরী বড়ুয়া, সহ-সভাপতি সুকুল বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক তরুণ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিক্ষক সাংবাদিক উৎপল বড়ুয়া, সিনিয়র সদস্য প্রণবরাজ বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, ছোটন বড়ুয়া, নকুল বড়ুয়া, ডাঃ সৌরভ বড়ুয়া মামুন প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here