নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী থেকে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধি যুবক সানি বড়ুয়া (২২) র সন্ধান পাওয়া গেছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯ টার দিকে নগরীর অক্সিজেন এলাকায় তাকে পাওয়া গেছে বলে জানিয়েছেন সানির চাচা প্রকাশ বড়ুয়া ।
সানি উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিপুর গ্রামের রতন বড়ুয়ার একমাত্র ছেলে। রতন বড়ুয়া স্থানীয় একটি শিল্প কারখানায় শ্রমিকের কাজ করেন।
তিনি জানান, সানি প্রতিদিনের মতো গত ৯ মার্চ সকালে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। চারদিন পর আজ সানিকে পাওয়া গেছে।