জাতীয় সাংস্কৃতিক সংগঠন সন্দীপনার সঙ্গীত, নাটক আবৃত্তি, নৃত্য, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৫ দিনের কর্মসূচী ঘোষনা করেছে। ২১ ফেব্রুয়ারী দিনব্যাপী অনুষ্ঠান মালায় গোষ্ঠি ভিত্তিক কিংবা একক অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক সংগঠন ও শিল্পীদের সাংগঠনিক প্যাডে আগামী ১৪ ফেব্রুয়ারী দুপুর ১২টার মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য আহবান জানানো হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক উপ-পরিষদের এক সভা ০১ ফেব্রুয়ারী বিকাল ৩টায় সন্দীপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২১ এর ৫ দিন ব্যাপী আয়োজন সফল জানিয়ে বক্তব্য রাখেন
সন্দীপনার সহ সভাপতি অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, বীর মুক্তিযোদ্ধা এম.এ সালাম, সংগঠক তাজুল ইসলাম রাজু, সংগঠক এম.এম হাশেম, সংগঠক হরিপদ দত্ত সংগঠক প্রণব রাজ বড়–য়া, নাট্যকর্মী কে.কে বাবুল, নাট্যকর্মী জাহানারা ফারুল, নাট্যকর্মী আখেরুন্নেছা দিনা, অনিত কুমার নাথ, গীতিকার ইমরান ফারুকী, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, সাংবাদিক হারুন অর রশিদ, কবিয়াল সন্তোষ কুমার দে, নাট্যকর্মী জাবের হোসেন, এমরান হোসেন মিঠু, সাগর দেবনাথ, রবীন চৌধুরী, সমীর চন্দ্র সেন, কৃষ্ণা দাশ, সঞ্জয় দে, মুসলিম আলী জনি, উজ্জ্বল সিংহ, মোঃ রাশেদ, শিল্পী তপন কুমার দাশ, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী জ্যোতি শর্মা, মৈত্রী আশ্চার্য্য, কবি সাবিকুন নাহার শিউলী, শিল্পী অমলেন্দু রাহা, শিল্পী শর্মা, নিবেদিতা আচার্য্য, সুস্মিতা সেন, নিগার খন্দকার, মোহাং মিজান, রবিন চৌধুরী, সাগর দেবনাথ প্রমুখ। সন্দীপনার ২১ শে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের সংগঠনের দোস্তবিল্ডিংস্থ কার্যালয় হতে ফরম সংগ্রহের আহবান জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here