জাতীয় সংস্কৃতি সংবর্ধন সন্দীপনার সঙ্গীত, নাটক আবৃত্তি, নৃত্য, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৫ দিনের কর্মসূচী ঘোষনা করেছে। আগামী ১লা ফেব্রুয়ারী, শনিবার বিকাল ৩টায় জাতির পিতার বঙ্গবন্ধুর অক্ষয় স্মৃতির অমলিন পরিক্রমার “মুজিব বর্ষ” পালন, ভাষা শহীদানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, মাননীয় প্রধানমন্ত্রীর সমুদ্র বিজয়কে ধারণ করে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সমুদ্র সঙ্গমে পারকির বিস্মৃত বেলা ভুমিতে। শিশু কিশোর সাংস্কৃতি প্রতিযোগিতা, র‌্যালি, ভাষার গান, হাতেখড়ি অনুষ্ঠান, যুদ্ধ দিনের গান, বর্ণমালার মিছিল, সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা, রাজপথে আল্পনা প্রভৃতি সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ আঙ্গিনায় অনুষ্ঠিত হবে ১৮, ১৯, ২০ ফেব্রুয়ারী। কর্মসূচীর মূল পর্ব ২১শের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন, সন্দীপনা ঘোষিত ২১ শে স্মারক সম্মাননা প্রদান, আলোচনা সভা, বই প্রকাশনা উৎসব, ঐতিহাসিক মুনির চৌধুরীর কবর নাটকের মুক্ত প্রদর্শনী, পুরস্কার বিতরন ও লোকায়ত কবিগানের পরিবেশনা অনুষ্ঠিত হবে ২১ শে ফেব্রুয়ারী দিনভর কর্মসূচী পালনের মধ্য দিয়ে। উপলক্ষে সংগঠনের এক প্রস্তুতি ২৯ জানুয়ারী সন্ধ্যা সাড়ে চারটায় সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সন্দীপনার উপদেষ্টা সাংবাদিক বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিস্তারিত কর্মসূচীর তুলে ধরেন-সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি.কে. দাশ মামুন। একুশ উদ্যাপন পরিষদের চেয়ারম্যান নাট্যকর্মী মেজবাহ উদ্দিন চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কর্মসূচী সফল করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন- সন্দীপনার সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. বিকিরন প্রসাদ বড়–য়া, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল ইসলাম, সন্দীপনার সহ সভাপতি অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, বীর মুক্তিযোদ্ধা এম.এ সালাম, সংগঠক মো. তাজুল ইসলাম রাজু, সংগঠক এম.এম হাশেম, সংগঠক হরিপদ দত্ত, সংগঠক প্রণব রাজ বড়–য়া, সংগঠক সোহেল মোঃ ফখরুদ্দিন, সংগঠক কবিয়াল আবদুল লতিফ, নাট্যকর্মী কে.কে বাবুল, কবি আসিফ ইকবাল, নাট্যকর্মী জাহানারা পারুল, নাট্যকর্মী আখেরুন্নেছা দিনা, অনিত কুমার নাথ, আই.টি এক্সপার্ট ধনঞ্জয় শর্মা, গীতিকার ইমরান ফারুকী, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, সাংবাদিক হারুন অর রশিদ, কবিয়াল সন্তোষ কুমার দে, নাট্যকর্মী জাবের হোসেন, এমরান হোসেন মিঠু, সাগর দেবনাথ, রবীন চৌধুরী, সমীর চন্দ্র সেন, কৃষ্ণা দাশ, সঞ্জয় দে, মুসলিম আলী জনি, উজ্জ্বল সিংহ, আজগর আলি, মোঃ রাশেদ, মোঃ রানা, দিদার হোসেন, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী জ্যোতি শর্মা, মৈত্রী আশ্চার্য্য, কবি সাবিকুন নাহার শিউলী, শিল্পী অমলেন্দু রাহা, শিল্পী শর্মা, নিবেদিতা আচার্য্য, সুস্মিতা সেন, নিগার খন্দকার, মো. মিজান প্রমুখ। সন্দীপনার ২১ শে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের সংগঠনের দোস্তবিল্ডিংস্থ কার্যালয় হতে ফরম সংগ্রহের আহবান জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here