ছবিতে ( বাম থেকে) জাতীয় জাদুঘর'র মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) জনাব মো. কামরুজ্জামান, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি প্রফেসর ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক, সচিব জনাব মোঃ আবুল মনসুর ও ড. মনজুর - উল - আমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

কোভিড পরবর্তী শিশু সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে দেশ – বিদেশের খ্যাতিমান বিষয় বিশেষজ্ঞদের প্রবন্ধ – উপস্থাপনা ও অভিমত নিয়ে প্রকাশিত হয়েছে “টেকসই উন্নয়ন ভাবনা “।

সমাজ বিজ্ঞানী ও ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর – উল – আমিন চৌধুরী সম্পাদিত এ গবেষণা গ্রন্থটি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ঘাসফুল ‘।

২৬ ডিসেম্বর’২২ বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আবুল মনসুর, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি প্রফেসর ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক, জাতীয় জাদুঘর’র মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) জনাব মো. কামরুজ্জামানকে বইটি উপহার দিচ্ছেন ঘাসফুল চেয়ারম্যান ও বইটির সম্পাদক ড. মনজুর – উল – আমিন চৌধুরী। তাঁরা সময়োপযোগী এ গবেষণা গ্রন্থটির বহুল প্রচার কামনা করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here