বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বোয়ালখালী উপজেলা শাখার সদস্য ও গীতা শিক্ষা কমিটি বোয়ালখালী উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিরঞ্জন নাথ শর্মা পরলোক গমন করেছেন।
তিনি গতকাল বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের সময় উপজেলার পূর্ব গোমদণ্ডী দত্ত পাড়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। নিরঞ্জন নাথ শর্মা বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আকুবদণ্ডী গ্রামের পারিবারিক শশ্মানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি) , জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খেলাঘর, লোকনাথ সেবক সংঘের বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ, জগদানন্দ মিশন, মা আনন্দময়ী ধাম, আকুবদণ্ডী একতা সংঘ, আকুবদণ্ডী নাথ পাড়া সমাজ কল্যাণ সমিতি, দিশারী খেলাঘর আসরের নেতৃবৃন্দ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।