” ধর্ষণ “
শ্রী বিপ্লব জলদাস
—————————–
মুখোশধারী ব্যভিচারি জঘন্য
সব অত্যাচারি।
সর্বনাশের পথ দেখানো
ভুঁইফোঁড়া সব অঙ্গীকারি।
আজকে শিশু কালকে নারী
মানুষ নয় সে ধর্ষণকারি।
যত সব অজাত কুজাত
রাবিশের বংশধারি।
জন্ম নিয়ে বেড়ে উঠা
ডাস্টবিনের ঐ ময়লাতে।
জন্ম তাদের মানুষের নয়
পশুদেরই বীর্যতে।
হাজার ধুলেও যায় না তাদের
ময়লা থাকে অন্দরে।
কয়লা কেবল উপর দিকে
বিষে ভরা অন্তরে।