অনলাইন ডেক্স : বোয়ালখালী উপজেলার শ্রীপুর আহলে সুন্নাতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শুক্রবার আহলে সুন্নাত ওয়াল জামাত শ্রীপুর খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা শাখার যৌথ সমন্বয়ে আয়োজিত শ্রীপুর মাজার সংলগ্ন ময়দানে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের উদ্বোধন করেন ছিলেন শ্রীপুর আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সাংসদের পৃষ্ঠপোষক শেখ মুহাম্মদ ফোরকান কাদেরী।
এতে প্রধান অতিথি ছিলেন বহদ্দারহাট বখতিয়ার মার্কেট ব্যাবসায়ী কমিটি সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার পারভেজ সিকদার। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী।
আহলে সুন্নাত ৮নং ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ মাওলানা মাহফুজল হক আলকাদেরীর সভাপতিত্বে শায়ের আজাদ হোসেন মানিক ও শায়ের হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় মাহফিলে স্বাগত বক্তা রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ৮নং ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু শাহেদ কাদেরী।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা সোহাইল আজাদ কাদেরী, মাওলানা ফরিদ উদ্দীন কাদেরী, শ্রীপুর তাহেরীয় মাদরাসার সেক্রেটারী আলহ্জ শেখ মুহাম্মদ ইদ্রিস বিকম, ইস্তিয়াক সিকদার , মাওলানা সেকান্দর হোসেন কাদেরী, মাষ্টার বেলাল উদ্দীন, মাওলানা মুহাম্মদ রোকন উদ্দীন চৌধুরী, জয়নাল জয়নাল আবেদীন, মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম, আনিসুল ইসলাম, রবিউল হোসেন, শেখ কপিল উদ্দীন, নিজাম উদ্দীন ওয়াসিম, রাজু, মানিক প্রমুখ।