শ্রদ্ধায় শহীদদের স্মরণ বোয়ালখালী প্রেস ক্লাবের

নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের।

সংগঠনের সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল ফজল বাবুল, এম এ মন্নান, রাজু দে, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, ছাদেকুর রহমান সবুজ, আল সিরাজ ভান্ডারী, এমরান কাদেরী ও হোসাইন মাহমুদ প্রমুখ।

Print Friendly, PDF & Email