বোয়ালখালী পৌর সভার হাজারীরচর গ্রামের সমাজ সেবক প্রয়াত বিভুতি রঞ্জন বড়ুয়ার প্রথম পুত্র সাধন বড়ুয়া (৫৩) পরলোক গমন করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। ৮ জুলাই সোমবার দিবাগত রাত ১১ টার সময় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
সাধন বড়ুয়া ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। আজ মঙ্গলবার দুপুরে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্টান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রাজ্ঞ ভিক্ষু সংঘের উপস্থিতিতে নিজ বাড়িতে অনুষ্টিত হয়।
এসময় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দ ও জ্ঞাতিবর্গ উপস্থিত থেকে শোক জ্ঞাপন করেন এবং প্রয়াত সাধন বড়ুয়ার পারলৌকিক সৎগতি কামনা করে পুণ্যদান দেন। অনুষ্টান শেষে পারিবারিক শ্মশানে দাহকার্য সম্পন্ন করা হয়।