দেবাশীষ বড়ুয়া রাজু :

বোয়ালখালী পৌরসভার হাজারীরচর গ্রামের সমাজ সেবক প্রয়াত নারায়ণ চন্দ্র বড়ুয়ার ১ম পুত্র ওমান প্রবাসী অমল বড়ুয়া (৬০) গতকাল ১৬ অক্টোবর শুক্রবার রাত ৯ টার সময় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে পরলোক গমন করেন।মৃত্যুকালে তিনি মা, স্ত্রী,২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
১৭ অক্টোবর শনিবার বিকেলে প্রয়াত অমল বড়ুয়ার শেষকৃত্যানুষ্টান তার নিজ বাড়িতে অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্টানে অমল বড়ুয়ার কর্মময় জিবনের ওপর আলোকপাত করে অনিত্য দেশনা করেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রাজ্ঞ ভিক্ষু সংঘ।
এসময় অমল বড়ুয়ার প্রতি শেষশ্রদ্ধা নিবেদন করে স্মৃতিচারণ করেন, গ্রামবাসী, আত্মীয় স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনিত্য সভা শেষে অমল বড়ুয়ার পারলৌকিক সৎগতি কামনায় উপস্থিত সকলের পুণ্যদানের মধ্য দিয়ে ধর্মীয় মর্যাদায় পারিবারিক শ্মশানে দাহকার্য সম্পন্ন করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here