প্রতিনিধি:
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্নবিশ্বাস, প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছার কনিষ্ট সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মদিন।
সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে স্মরণ করলেন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বোয়ালখালী পৌরসভা, শাকপুরা দারুছুন্নাত কামিল মাদ্রাসা, আমুচিয়া ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন।
এ উপলক্ষে শাকপুরা দারুছুন্নাত কামিল মাদ্রাসার প্রতিষ্টাতা মাওলানা নুর মোহাম্মদ মোজাদ্দেদীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, শাকপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. নাছির উদ্দিন।
মাওলানা আমানতউল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর তালুকদার, সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ, শিক্ষক কাজী মোতাহের হোসেন, তৌহিদ হাসানসহ শিক্ষকবৃন্দ।
এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এদিকে, আমুচিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল দে।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা স্বপন কান্তি শীল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নারায়ণ সেন, যুবলীগ নেতা সমীরণ চক্রবর্তী, সজীব দাস, রিটন বড়–য়া, প্যানেল চেয়ারম্যান আরেফা বেগম, ইউপি সদস্য কুমকুম চৌধুরী, রঞ্জন দে, মিনা দে, মিল্টন চৌধুরী, প্রদীপ মল্লিক, আমুচিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো: কায়ুম, সিনিয়র সহ সভাপতি ইমরান উদ্দিন নয়ন, সাধারন সম্পাদক এস এম ইয়াছিন, শিমুল সর্দার, আবু নোমান, শুভ দে, জয় ঘোষ, মাহফুজ, অপূর্ব, হানিফ।