বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশি নাগরিকদের শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টা থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। তবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টা থেকে রোববার (১৫ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এ দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি সচল থাকবে।

জানা যায়, বর্তমানে ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮-১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, করোনা ভাইরাস রোধে ভারতীয় ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশনে এক চিঠিতে জানিয়েছে আগামী ১৩ মার্চ বিকেল ৫টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যেসব বাংলাদেশি নাগরিক ১৩ মার্চ বিকেল ৫টার আগে ভারতে প্রবেশ করবে তারাই আবার দেশে ফিরতে পারবে।

তিনি আরও জানান, শুধুমাত্র কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থার কর্মরতরা ভারতে প্রবেশ করতে পারবে। এছাড়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশ প্রবেশে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি বাংলাদেশ সরকার। শুধুমাত্র চীন, ইরান, ইতালি ও দক্ষিণ করিয়ার নাগরিকদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইনসেরে জেমী জানান, এখনো পর্যন্ত আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। আমাদের কাছে আমদানি রপ্তানি বন্ধের কোনো নির্দেশনা আসেনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here