অনলাইন ডেক্স : বোয়ালখালীতে ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের ঈদ উপহার দিয়েছে সামাজিক সংগঠন বয়েস ক্লাব । ৩১ মে শুক্রবার বিকেলে খায়ের মঞ্জিল এলাকায় ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্টানে সভাপত্বি করেন বয়েস ক্লাবের সভাপতি মো. মুনিম জিন্নুরাইন। এতে প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর মো. সোলাইমান বাবুল।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, যুবলীগ সভাপতি মো. সেলিম উদ্দিন, সাংবাদিক সিরাজুল ইসলাম ও ছাত্রলীগ নেতা হোসাইন মাহমুদ। এ সময় খায়ের ভান্ডার এতিমখানাসহ এলাকার ৪০জন শিশুদের মাঝে এ উপহার তুলে দেন অতিথিবৃন্দ।