নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেয়েছেন পুঁথি গবেষক ইসহাক চৌধুরী। ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ও ২০১৮ সালে মনোনীত ১০ গুণী ব্যক্তিত্বকে এ সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

লোকসংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেয়া হয় পুঁথি গবেষক ইসহাক চৌধুরীকে।

তৎসময়ে তিনি চিকিৎসার জন্য ভারতে ছিলেন। তাই ওনার পরিবর্তে পুরস্কারটি গ্রহণ করেন লেখক ও ছড়াকার ইসমাইল জসীম। তিনি সৌদি আরবে একটি ব্যাংকের কর্মকর্তা। ছুটির থাকার কারণে সম্প্রতি দেশে আসেন। প্রবাসী হলেও নিয়মিত লেখালেখির সাথে জড়িত আছেন তিনি। এক সময়ে চট্টগ্রামে জড়িত ছিলেন সাংবাদিকতা পেশায়।

পুঁথি গবেষক ইসহাক চৌধুরী’র অনুপ্রেরণায় লেখালেখির সাথে জড়িত হয়ে পরেন লেখক ও ছড়াকার ইসমাইল জসীম এবং সাংবাদিক মফিজুল ইসলাম চৌধুরী। তিনিও বর্তমানে কানাডায় পাড়ি জমিয়েছেন।

এককথায় এ দু’জনের পথ প্রদর্শক এবং আদর্শের বাতিঘরের মূল কারিঘর পুঁথি গবেষক ইসহাক চৌধুরী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here