নিজস্ব প্রতিবেদক : সাংসদ মইন উদ্দিন খান বাদল বলেছেন, শিক্ষার মানের ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না। শিক্ষায় সংস্কৃতিতে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী সমাদৃত। তাঁদের পদাঙ্ক অনুসরণ করার জন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের তাগিদ দেন তিনি।
১ জুলাই সোমবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে বিদ্যালয়ের নব নির্মিতব্য চারতলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া।
শিক্ষক আমীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, এমপি পত্নী সেলিনা খান বাদল, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, দরবার-এ গাউছে হাওলা শিব্লী মঞ্জিল এর সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী, থানার অফিসার ইনচার্জ মো. সাইরুল ইসলাম, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম ও শিক্ষক সমিতির সভাপতি মো. আলী।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।