অনলাইন রিপোর্ট

সরকারি-বেসরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসিক বেতন মওকুফ চেয়ে শিক্ষাসচিব বরাবর আবেদন করেছেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী।

আজ সোমবার (৪ মে) ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার এ আবেদন করেন।আবেদনে উল্লেখ করা হয়, করোনার কারণে দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এবং দুর্যোগপূর্ণ অবস্থায় পতিত হয়েছে। প্রধানমন্ত্রী বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছেন। একই সাথে সাধারণ ছুটি চলছে। শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছ। মানুষের আয়-রোজগার বন্ধ রয়েছে। এ অবস্থায় বিনীতভাবে অনুরোধ করছি জনস্বার্থে বিষয়টি ভেবে দেখার জন্য যাতে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানও বেঁচে থাকে এবং একই সাথে শিক্ষার্থী-অভিভাবকরা যেন এই দুর্যোগময় মুহূর্তে আর্থিক অনটনের মধ্যে তাদের কিছুটা উপশম হয়। সেজন্য সরকারি বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আদায়যোগ্য মাসিক বেতনের অর্ধেক পরিমাণ মওকুফ করার জন্য বিনীত অনুরোধ করছি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here