উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিক্ষক দিবস হলো শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিবস যা বাংলাদেশ এবং ভারতসহ পৃথিবীর বহু দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হয়। এদিন শিক্ষকদেরকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা দেয়া হয়। ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হলেও অক্টোবর ৫ তারিখ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস

ইতিহাস

বিংশ শতাব্দীর শুরু থেকেই বিভিন্ন দেশে শিক্ষা দিবস পালনের উদ্যোগ নেয়া হতে থাকে। অধিকাংশ ক্ষেত্রে প্রতিটি দেশে কোনো বিখ্যাত শিক্ষক কিংবা উল্লেখযোগ্য মাইলফলক অর্জনকে উপলক্ষ করে এই দিবস পালন করা হয়। যেমন– ১১ সেপ্টেম্বর ডোমিনো ফসটিনো সার্মেন্তোর মৃত্যু দিবসে আর্জেন্টিনা শিক্ষক দিবস পালন করে। যদিও ভারত প্রথাগতভাবে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় (জুন–জুলাই) মাসের পূর্ণিমায় গুরু পূর্ণিমা (আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষকদের মঙ্গল কামনায় নিবেদিত) পালন করে, ১৯৬২ সাল থেকে সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিনেও (৫সেপ্টেম্বর) দেশটিতে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। অন্যান্য আন্তর্জাতিক দিবসগুলোর মতো একই সাথে সারা বিশ্বে পালিত না হয়ে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে শিক্ষক দিবস পালিত হওয়ার এটি একটি মুখ্য কারণ।

দেশ অনুযায়ী শিক্ষক দিবস

দেশ শিক্ষক দিবসের পালনের দিন
আফগানিস্তান ৩ সাউর (৩ অরদিভেস্থ[৩])
আলবেনিয়া ৭ মার্চ
আলজেরিয়া ২৮ ফেব্রুয়ারি
আর্জেন্টিনা ১১ সেপ্টেম্বর
আর্মেনিয়া ৫ অক্টোবর
অস্ট্রেলিয়া অক্টোবরের শেষ শুক্রবার
আজারবাইজান ৫ অক্টোবর
বাংলাদেশ ৫ অক্টোবর
বেলারুশ ১৪ আগস্ট
ব্রুনেই ২৩ সেপ্টেম্বর
ভুটান ২ মে
বলিভিয়া ৬ জুন
ব্রাজিল ১৫ অক্টোবর
বুলগেরিয়া ৫ অক্টোবর
ক্যামেরুন ৫ অক্টোবর
কানাডা ৫ অক্টোবর
চিলি ১৬ অক্টোবর
চীন ১০ সেপ্টেম্বর
কলম্বিয়া ১৫ মে
কোস্টা রিকা ২২ নভেম্বর
কিউবা ২২ ডিসেম্বর
চেক প্রজাতন্ত্র ২৮ মার্চ
ডোমেনিকান রিপাবলিক ৩০ জুন
ইকুয়েডর ১৩ এপ্রিল
মিশর ২৮ ফেব্রুয়ারি
এল সালভাদর
এস্তোনিয়া ৫ অক্টোবর
জার্মানি ৫ অক্টোবর
গ্রিক ৩০ জানুয়ারি
গুয়াতেমালা ২৫ জুন
হন্ডুরাস ১৭ সেপ্টেম্বর
হংকং ১০ সেপ্টেম্বর
হাঙ্গেরি জুন মাসের প্রথম রবিবার
ভারত (জুন–জুলাই) পূর্ণিমায়,এবং৫ সেপ্টেম্বর
ইন্দোনেশিয়া ২৫ নভেম্বর
ইরান ২ মে (১২ অরদিভেস্থ)
ইসরাইল ২৩ কিস্লেভ
ইরাক ১ মার্চ  
জামাইকা ৬ মে
জর্ডান ২৮ ফেব্রুয়ারি
কসোভো ৭ মার্চ
লাওস ৭ অক্টোবর
লাতভিয়া অক্টোবরের প্রথম শনিবার
লেবানন ৯ মার্চ
লিবিয়া ২৯ ফেব্র‌ুয়ারি
Lithuania ৫ অক্টোবর
Macedonia ৫ অক্টোবর
মালয়েশিয়া ১৬ মে
Maldives ৫ অক্টোবর
মরিশাস ৫ অক্টোবর
মেক্সিকো ১৫ মে
Republic of Moldova ৫ অক্টোবর
মঙ্গোলিয়া ৫ অক্টোবর
মরক্কো ২৮ ফেব্রুয়ারি
মিয়ানমার (পূর্বতন বার্মা) ৫ অক্টোবর
নেপাল আসাদের পূর্ণ চন্দ্র দিন
নেদারল্যান্ডস ৫ অক্টোবর
নিউজিল্যান্ড ২৯ অক্টোবর
নাইজেরিয়া ৫ অক্টোবর
ওমান ২৪
পানামা ১ ডিসেম্বর
পাকিস্তান ৫ অক্টোবর
প্যারাগুয়ে ৩০ এপ্রিল
পেরু ৬ জুলাই  
ফিলিপাইন ৫ অক্টোবর
পোল্যান্ড ১৪ অক্টোবর
পুয়ের্তোরিকো ২০ মে
কুয়েত ৫ অক্টোবর
কাতার ৫ অ ক্টোবর
রোমানিয়া ৫ অক্টোবর
রাশিয়া ৫ অক্টোবর
সৌদি আরব ২৮ ফেব্রুযারি
সার্বিয়া ৫ অক্টোবর
সিঙ্গাপুর সেপ্টেম্বরের প্রথম শূক্রবার
স্লোভাকিয়া ২৮ মার্চ
সোমালিয়া ২১ নভেম্বর
South Korea ১৫ মে  
South Sudan ১ ডিসেম্বর
Sri Lanka ৬ অক্টোবর
Spain ২৭ নবেম্বর
Syria ১৮ মার্চ
Taiwan ২৮ সেপ্টেম্বর
থাইল্যান্ড ১৬ জানুয়ারি
টুনিশিয়া ২৮ ফেব্রুয়ারি
তুরস্ক ২৪ নভেম্বর
ইউক্রেন অক্টোবরের প্রথম শনিবার
সংযুক্ত আরব আমিরাত ৫ অক্টোবর
যুক্তরাজ্য ৯ মে[তথ্যসূত্র প্রয়োজন]
মার্কিন যুক্তরাষ্ট্র National Teacher Day is on Tuesday during Teacher Appreciation Week, which takes place in the first full week of May.
উরুগুয়ে ২২ সেপ্টেম্বর
উজবেকিস্তান ১ অক্টোবর
ভিয়েতনাম ২০ নভেম্বর
ভেনিজুয়েলা ১৫ জানুয়ারি
ইয়েমেন ২৮ ফেব্রুয়ারি

সর্বমোট একুশটি দেশ ৫ অক্টোবর শিক্ষক দিবস পালন করে: আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, কানাডা, এস্তোনিয়া, জার্মানি, লিথুনিয়া, মেসিডোনিয়া, মালদ্বীপ, মরিশাস, প্রজাতন্ত্র মোল্দাভিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইন, কুয়েত, কাতার, রোমানিয়া, রাশিয়া, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য।

এগারোটি দেশ ২৮ ফেব্রুয়ারি শিক্ষক দিবস পালন করে: মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, জর্ডান, সৌদি আরব, ইয়েমেন, বাহরাইন, সুদান ও ওমান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here