বোয়ালখালী পৌরসভার হাজারীরচর গ্রামের সমাজ সেবক প্রয়াত যতিষ চন্দ্র বড়ুয়ার সহধর্মিনী উপাসিকা মিনতি রাণী বড়ুয়া (৭৫) গতকাল ১৭ মার্চ মঙ্গলবার বিকেল ৫.৩০ মিনিটের সময় পরলোক গমন করেছেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৫ কন্যা, পুত্রবধু, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ১৮ মার্চ বুধবার বিকেলে অনিত্য সভা গ্রামের নিজ বাড়িতে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি কর্মবীর শীলভদ্র মহাথের’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।
প্রয়াতা মিনতি বড়ুুয়ার কর্মময় জীবনের উপর আলোকপাত করে অনিত্য দেশনা ও স্মৃতিচারণ করেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালীর সভাপতি শ্রীমৎ বিপস্সী মহাথের, শাকপুরা ধর্মানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আয়ুপাল মহাথের, গোমদন্ডী জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ্য বিদর্শনাচার্য শ্রীমৎ শাসনপ্রিয় মহাথের,ধর্মদর্শন ভিক্ষু, রনজিত বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, কানন বিকাশ বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহার পরিচালনা কমিটির সভাপতি সপু বড়ুুয়া, সাধারণ সম্পাদক দীপায়ন বড়ুয়া প্রমুখ।
অনুষ্টান শেষে প্রয়াতা মিনতি বড়ুুয়ার পারলৌকিক সৎগতি কামনা করে উপস্থিত সকলে পূণ্যদানের মধ্যদিয়ে পারিবারিক শ্মশানে দাহকার্য সম্পাদন করা হয়। খবর বিজ্ঞপ্তি