মোরশেদ রিমন

মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মন‌জিল সংলগ্ন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট নিয়ন্ত্রনাধীন দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় হোসাইনী দাতব্য চিকিৎসালয় ও খতনা সেন্টার-এ নিয়মিতভাবে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবার অংশ হিসাবে ‘হোসাইনী ডায়াগনস্টিক সেন্টার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ৩০ ডিসেম্বর শুক্রবার ফ্রি ‘হোসাইনী ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধনী অনুষ্ঠান পর্ষদ সভাপতি লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব এটিএম পেয়ারুল ইসলাম সাহেব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট দরিদ্র্য মানুষের চিকিৎসাসেবা, অসহায় কর্মোদ্যম ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টি, আপদকালিন সহায়তা প্রদান, দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তামূলক বহুমুখী কর্মসূচি বাস্তবায়নে কার্যকরী পরিকল্পনা গ্রহণ করে মানবতার বাতিঘরে পরিণত হয়েছে এ ট্রাস্ট।

পর্ষদ প্রচার সম্পাদক আহসান উল্লাহ্ চৌধুরী বিভনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ্ চৌধুরী শাহিন, নানুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিউল আজম, ডাক্তার জিয়াউল হাসান, ডাক্তার এস এম ফ‌য়েজউল্লাহ, ডাক্তার ফা‌তেমা বিন‌তে ফারুক, গিয়াস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মাসুদুল করিম, মোহাম্মদ নাছের, মোহাম্মদ আবদুল হামিদ, মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল, ইব্রাহিম খলিল জাবেদ, মোহাম্মদ বাহাদুর শাহ্, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ আরমান, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ নাফিস প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here